শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই ব্রাজিলের

কোপা আমেরিকায় কাল সকালে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিপদেই আছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সিলেকাওদের। এমনকি ড্র করলেও বিপদে পড়তে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ গ্রুপের অন্য ম্যাচে কাল ভোরে কলম্বিয়া-কোস্টারিকা মুখোমুখি হবে। কলম্বিয়া জিতলেই নকআউট পর্বে উঠে যাবে। এমনকি ড্র করলেও কলম্বিয়ার সুযোগ থাকবে। কোস্টারিকা কিংবা ব্রাজিল কাল হারলেই বিপদ। বিদায় নিতে হতে পারে গ্রুপ পর্ব খেলেই! ব্রাজিল গত দুই আসরের ফাইনালিস্ট। ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালে রানার্সআপ। এবার কতদূর যাবে পেলের উত্তরসূরিরা?

প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল করার  অনেক চেষ্টাই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও অ্যান্ড্রিকরা তবে গোলের দেখা  পাননি তারা।

সর্বশেষ খবর