শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কার হেড কোচের পদত্যাগ

শ্রীলঙ্কার হেড কোচের পদত্যাগ

টি-২০ বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবার সুপার এইট খেলতে পারেনি। গ্রুপের ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার সমালোচনার ঝড় বয়ে গেছে। বেশ কজন সাবেক ক্রিকেটার পরিবর্তন এনে নতুন উদ্যোগে দল সাজানোর পরামর্শ দিয়েছে। এমন অবস্থায় পরামর্শক কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাহেলা জয়াবর্ধনে। ২৪ ঘণ্টা পার না হতেই পদত্যাগ করলেন হেড কোচ ক্রিস সিলভারউড। ব্যর্থতার জন্যই ইংলিশ এই কোচ সরে গেছেন বলে লঙ্কান মিডিয়ায় খবর বের হলে সিলভারউড বলেছেন ‘পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছি। বড় দায়িত্ব মানে কোনোভাবেই পরিবারকে সময় দেওয়া যায় না। আমি এটা অনুভব করেই সরে গেছি। শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালনে আমি খুশি ও গর্বিত।’ শ্রীলঙ্কা গ্রুপ পর্বে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়

সর্বশেষ খবর