শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ভুটানে সাবিনাদের প্রীতি ম্যাচ

ভুটানে সাবিনাদের প্রীতি ম্যাচ

ঝুঁকিপূর্ণ বলে লেবাননে চার জাতি টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ নারী জাতীয় দল। তবে সাবিনা খাতুনরা দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভুটান যাবেন। গতকাল নারী ফুটবল কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, লেবাননে যাওয়া সম্ভব হচ্ছে না। এ মুহূর্তে শক্তিশালী দল পাওয়া কঠিন। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলার। ১১ ও ১৪ জুলাই থিম্পুতে দুটি ম্যাচ হবে। সবশেষ ঢাকার মাঠে চীন তাইপের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে। কোচ পিটার বাটলার চাচ্ছেন অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে মেয়েরা মাঠেই থাকুক। এতে প্রস্তুতিটা ভালোই হবে। নেপালেই সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনারা। এবার একই ভেন্যুতে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন তারা।

সর্বশেষ খবর