শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রফি জিততে মরিয়া রোহিত

ট্রফি জিততে মরিয়া রোহিত

এক বছরের ব্যবধানে আরও একটি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। ফাইনালে উঠেছে রোহিত শর্মার নেতৃত্বে। ২০২৩ সালে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিতরা। এবার আরও একবার সুযোগ এসেছে বিশ্বসেরা হওয়ার। বার্বাডোসের কেনসিংটন ওভালে আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে আসা দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের বিশ্বকাপে ভারত সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০১৪ সালে। শিরোপা জিতেছিল ১৭ বছর আগে ২০০৭ সালে। দুটিরই ফাইনাল খেলেছিলেন রোহিত সাধারণ সদস্য হয়ে। এবার খেলছেন অধিনায়ক হয়ে। তাই শিরোপা জিততে মরিয়া। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে। শিরোপা জিততে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আক্রমণাত্মক ক্রিকেট ফাইনালে আরও একবার খেলতে চাই।’ ভারতীয় অধিনায়ক রয়েছেন ছন্দে। ৭ ম্যাচে রান করেছেন ১৫৫.৯৭ স্ট্রাইক রেটে ২৪৮ রান। হাফ সেঞ্চুরি করেছেন ৩টি। যার দুটি আবার টানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ ও সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেন। অধিনায়ক হিসেবে বৈশ্বিক কোনো শিরোপা না জিতলেও গত বছর চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়া কাপে। তার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের পর টি-২০ বিশ্বকাপের ফাইনালেও উঠল ভারত।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর