শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ইউরো কাপে নকআউটের লড়াই

ক্রীড়া ডেস্ক

ইউরো কাপে নকআউটের লড়াই

উয়েফা ইউরো কাপে নকআউট পর্বের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচ খেলতে নামছে সুইজারল্যান্ড-ইতালি। জার্মানি-ডেনমার্ক মুখোমুখি হবে ডর্টমুন্ডের ওয়েস্টফ্যালেন স্টেডিয়ামে। ইতালির বিপক্ষে সুইজারল্যান্ড এর আগেও চারবার খেলেছে। এর মধ্যে দুইবার জয় পেয়েছে। দুইবারই ১৯৫৪ সালের বিশ্বকাপে। এরপর ১৯৬২ বিশ্বকাপে ও ২০২০ ইউরো কাপে সুইসদের হারিয়েছে ইতালি। এবার জিতবে কারা? গত ইউরো কাপে ফাইনাল খেলেছে ইতালি। চ্যাম্পিয়নও হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখতে পারবে সুইসরা! এদিকে জার্মানির বিপক্ষে বড় কোনো টুর্নামেন্টে পঞ্চমবারের মতো দেখা হচ্ছে ডেনমার্কের। আগের চারবারের মধ্যে দুই দল দুইবার করে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ডেনমার্ক ১৯৯২ সালের ফাইনালে হারিয়েছে জার্মানিকে। ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে ড্যানিশরা। পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে পারবে ডেনমার্ক? নাকি স্বাগতিক জার্মানরাই আধিপত্য দেখাবে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর