শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিলের মতোই খেললেন ভিনিসাসরা

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের মতোই খেললেন ভিনিসাসরা

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে সিলেকাওরা। পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের জন্য। কাক্সিক্ষত জয়টাই পেয়েছে তারা। তবে এটা কেবলই একটা ম্যাচ জয় ছিল না। ব্রাজিল রূপে ফেরার তাগাদাও ছিল। গতকাল ভিনিসাস জুনিয়ররা খেললেন ব্রাজিলের মতোই। প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। ম্যাচের ৩৫ মিনিটে ভিনিসাসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৪৩ মিনিটে স্যাভিওর গোলে ব্যবধান ২-০ করে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫) আরও একটি গোল করেন ভিনিসাস। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিটে) ওমর আলডারেটের গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে লুকাস পাকেতার গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। গতকাল জয় পেয়েছে কলম্বিয়াও। তারা ৩-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। লুইস ডিয়াজ, ডেভিনসন মিনা ও আন্দ্রেস কর্ডোবা একটি করে গোল করেন কলম্বিয়ার পক্ষে। ডি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে একটা পয়েন্ট পেলেই শেষ আটে খেলবে ব্রাজিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জিততে হবে সিলেকাওদের। কোপা আমেরিকায় আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-পেরু এবং কানাডা-চিলি। এছাড়াও কাল সকালে কোপা আমেরিকায় খেলতে নামবে মেক্সিকো-ইকুয়েডর এবং জ্যামাইকা-ভেনেজুয়েলা। এরই মধ্যে কোপা আমেরিকায় নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা ও কলম্বিয়া।

সর্বশেষ খবর