শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ইউরো কাপে মাঠে নামছে স্পেন ইংল্যান্ড

ইউরো কাপে মাঠে নামছে স্পেন ইংল্যান্ড

উয়েফা ইউরো কাপে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামছে ফেবারিট স্পেন ও ইংল্যান্ড। আজ রাত ১০টায় ইংল্যান্ড খেলবে স্লোভাকিয়ার সঙ্গে। অন্যদিকে রাত ১টায় স্পেন শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে জর্জিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে স্লোভাকিয়া ছয়বার খেলেছে। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালে দুই দল মুখোমুখি হয়। ড্রতেই শেষ হয় সেই লড়াই। এবার কী অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে! গত আসরে ফাইনাল খেলেছে ইংলিশরা। সেই ফাইনালে হেরে গেছে ইতালির কাছে। স্লোভাকিয়া ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৬ সালে (চেকোস্লোভাকিয়ার অংশ হিসেবে)। ১৯৯৬ সাল থেকে স্লোভাকিয়া নামে খেলছে তারা। ২০১৬ সালে খেলেছে শেষ ষোলোতে।

গতবার গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে। আবারও শেষ ষোলোতে উঠে এসেছে দলটা। এবার কতদূর যাবে স্লোভাকরা!

এদিকে জর্জিয়ার শেষ ষোলোতে খেলাটা মিরাকলই বলতে হয়। স্পেনের বিপক্ষে তারা বড় কোনো প্রতিপক্ষ নয়। তবে গ্রুপ পর্বে পর্তুগালকে হারিয়ে সতর্ক বার্তা দিয়ে রেখেছে জর্জিয়া। যে কোনো দলের বিপক্ষেই ভয়ংকর হয়ে উঠতে পারে দলটা। জর্জিয়ার বিপক্ষে সাত ম্যাচ খেলে ছয়টাতেই জয় পেয়েছে স্পেন।

সর্বশেষ খবর