শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

শেষ ম্যাচে নায়ক হয়ে বিদায় কোহলির

ক্রীড়া প্রতিবেদক

জীবনের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ ছিল ফাইনাল। সেই ম্যাচটি জিতলেন। হলেন বিশ্বচ্যাম্পিয়ন। পেলেন ম্যাচসেরার পুরস্কার। বিদায় বলার এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত? বিরাট কোহলি টি-২০ ক্রিকেটকে বিদায় বলার মুহূর্তটিকেই বেছে নেন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। গতকাল টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অবসরের কথা বলেন কোহলি, ‘এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে? ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললাম।’ বার্বাডোজের ব্রিজটাউনের ঐতিহাসিক কেনসিংটন ওভালে ১২৫তম ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলেন ৭৬ রানের নান্দনিক ইনিংস। ৫৯ বলের ইনিংসটি ছিল ৬ চার ও ২ ছক্কায় সাজানো। ৫০ রান করেন ৪৮ বলে। পরের ২৬ রান করেন ১১ বলে। এটা সাবেক অধিনায়কের ক্যারিয়ারে ৩৮তম হাফসেঞ্চুরি। হাফসেঞ্চুরি করে তিনি পাশে নাম লেখান পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

সর্বশেষ খবর