শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ইতালিকে হারিয়ে সুইজারল্যান্ড শেষ আটে

ইতালিকে হারিয়ে সুইজারল্যান্ড শেষ আটে

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন ইতালি। গতকাল তারা সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায়। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। বার্লিনের অলিম্পিয়ান্টাডিওনে স্টেডিয়ামে শুরু থেকে গুছিয়ে খেলেছে সুইসরা। আক্রমণের দিক দিয়ে তারা ছিল এগিয়ে। ইতালি শট নিয়েছে ১১টি। অন্যদিকে সুইজারল্যান্ড ১৬টি। ৩৭ মিনিটে রেমো ফ্রিউলারের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ব্যবধান দ্বিগুণ করেন ভারগাস। ২ গোল হজম করার পর ইতালি একেবারে ম্লান হয়ে যায়। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও। এবার কোয়ার্টার ফাইনালই খেলতে পারল না। ম্যাচ শেষে সুইস ফুটবলাররা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সর্বশেষ খবর