সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মার্টিনেজ ম্যাজিকে টানা তিন জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

মার্টিনেজ ম্যাজিকে টানা তিন জয় আর্জেন্টিনার

গোলের পর মার্টিনেজকে নিয়ে সতীর্থদের উল্লাস -এএফপি

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি। তবে মেসিকে ছাড়াও দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। গতকাল ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আলবেসিলেস্তরা। লটারো মার্টিনেজ দুর্দান্ত ফুটবল খেলেছেন এ ম্যাচে। গোল করেছেন ৪৭ ও ৮৬ মিনিটে। এ জয়ে গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

লটারো মার্টিনেজ আর্জেন্টিনার পরবর্তী বড় তারকা হয়ে উঠতে পারেন। এবারের কোপা আমেরিকায় টানা তিন ম্যাচেই গোল করেছেন তিনি। আসরে চার গোল করে তালিকার শীর্ষে আছেন মার্টিনেজ। প্রথম ও দ্বিতীয় ম্যাচে গোল করেছেন একটি করে। তৃতীয় ম্যাচে করলেন দুই গোল। চলতি কোপা আমেরিকায় কেবল মার্টিনেজই নন, পুরো আর্জেন্টিনাই দুর্দান্ত খেলছে। আলভারেজ পারফর্ম করছেন। লিওনেল মেসি আর অ্যাঞ্জেল ডি মারিয়া তো আছেনই। অভিজ্ঞ আর তরুণ ফুটবলারদের নিয়ে দারুণ এক দল নিয়ে কোপা আমেরিকায় লড়াই করছেন লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দেখা হতে পারে ইকুয়েডর, মেক্সিকো কিংবা ভেনেজুয়েলার।

আর্জেন্টিনা কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চলতি আসরেই দুর্দান্ত খেলছে দলটা। শিরোপার পথেই ছুটছে। অন্তত সেমিফাইনাল পর্যন্ত বড় ধরণের বাধাও নেই। ফাইনালে উঠতে পারলে লিওনেল মেসিদের হাতে আরও একবার উঠতে পারে কোপার ট্রফি। এমনটা হলে স্পেনের রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা। ২০০৮ সালে ইউরো কাপ জয়ের পর ২০১০ সালে বিশ্বকাপ জয় করে স্পেন। ২০১২ সালে ফের জয় করে ইউরো কাপ। আর্জেন্টিনারও কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জয়ের সুযোগ আছে।

এদিকে গতকাল ‘এ’ গ্রুপের অপর ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে কানাডা। এ ড্রয়ে কানাডা চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। কানাডা শেষ আটে মুখোমুখি হবে বি গ্রুপের শীর্ষ দলের। বি গ্রুপে ভেনেজুয়েলা শীর্ষে আছে। আজ ভেনেজুয়েলা খেলবে জ্যামাইকার বিপক্ষে। এই ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হতে পারবে ভেনেজুয়েলা। বি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো-ইকুয়েডর। দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই কোয়ার্টার ফাইনাল খেলবে। এই ম্যাচ ড্র হলে শেষ আটে খেলবে ইকুয়েডর। গোল ব্যবধানে এগিয়ে আছে তারা।

সর্বশেষ খবর