সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডেনমার্ককে হারিয়ে শেষ আটে জার্মানি

ক্রীড়া ডেস্ক

১৯৯২ সালে ফাইনালে জার্মানিকে হারিয়ে ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডারডগ ডেনমার্ক। সেই মধুর স্মৃতিতে গতকাল উজ্জীবিত হয়ে শেষ ষোলোয় স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল ড্যানিশরা। কিন্তু ৩২ বছরের পুনরাবৃত্তি ঘটেনি। ২-০ গোলে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নিল জার্মানি। চতুর্থ মিনিটেই ডেনমার্কের জালে বল পাঠায় স্বাগতিকরা। সিকোশ্লটারবেক হেডে গোল করলেও তা বাতিল হয়ে যায় ফাউলের কারণে। ৩৪ মিনিট ম্যাচ চলার পর বজ্রপাতে খেলা বন্ধ হয়ে যায়। ২০ মিনিট পর খেলা শুরু হলে নিশ্চিত গোল রক্ষা করেন ডেনমার্কের সুমেইখেল।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ডেনমার্ক গোল করলে ভিএআর চেক করে রেফারি অফসাইডের সিদ্ধান্ত দিলে তা বাতিল হয়ে যায়। ৫০ মিনিটেই ভিএআরে কপাল খুলে জার্মানির। ডি-বক্সে ডেনমার্কের অ্যান্ডারসনের হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। হ্যাভার্ড গোল করে দলকে এগিয়ে রাখেন। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানির জয় নিশ্চিত করেন জামালমুসিয়ালা। ছয় বছর পর ফুটবলে কোনো বড় টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানরা। ২০২০ সালে থেমে যায় কোয়ার্টারেই।

সর্বশেষ খবর