মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সেমিতে ওঠার লড়াইয়ে ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক

সেমিতে ওঠার লড়াইয়ে ইকুয়েডর

কোপা আমেরিকায় শেষ আটে জায়গা পেতে ইকুয়েডরের দরকার ছিল ড্র। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। মেক্সিকোর বিপক্ষে তারা পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে কোনো দলই গোল করতে পারেনি। প্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়ামে ইকুয়েডর এক পয়েন্ট পেতেই মাঠে নেমেছিল। পরাজয় ঠেকাতে তারা শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে। অন্যদিকে মেক্সিকোর যেখানে জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না, সে জন্যই গোল করতে একের পর এক আক্রমণ করতে থাকে। প্রতিপক্ষের দেয়াল ভাঙা সম্ভব হয়নি বলে গ্রুপ পর্বেই তাদের মিশন শেষ হয়ে যায়। ইকুয়েডর ও মেক্সিকোর সমান চার পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইকুয়েডরের ভাগ্য খুলে যায়। সম্ভবত পরবর্তী ম্যাচে তাদেরও কোপা থেকে বিদায় নিতে হবে। কেননা সেমিতে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ দলটি যে মেসির আর্জেন্টিনা। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায়। ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ২৪টি। হেরেছে পাঁচটি। বাকি সব ড্র।

 

সর্বশেষ খবর