মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঝড়ে আটকা বিশ্বচ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বে এখন শুধু বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গল্প। রোহিত শর্মার বিশ্বকাপ জয়ের গল্প। শিরোপা জিতে টি-২০ ক্রিকেটকে তার বিদায়ের গল্প। বিরাট কোহলির গল্প। ফাইনালসেরা হয়ে ২০ ওভারের ক্রিকেটে ভারতের সেরা ক্রিকেটারের অবসরের গল্প। আলোচনার কেন্দ্রবিন্দুতে রাহুল দ্রাবিড়। দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ক্যারিয়ারের বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু কোচ হিসেবে সেই অপূর্ণতা ঘুচিয়েছেন। কোচ হিসেবে শিরোপা জিতেই আবার দায়িত্ব ছেড়েছেন। তিনজনের সঙ্গে টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন রবীন্দ্র জাদেজাও। ১৭ বছর পর ২০ ওভারের ট্রফি জয়ের বন্ধ্যত্ব ঘুচিয়েও রোহিত, দ্রাবিড়, কোহলি, জশপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা দেশে ফিরতে পারেননি। বার্বাডোসে রয়ে গেছেন। হ্যারিকেন ‘বেরিল’-এর কারণে আটকা পড়েছেন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রে। ঝড় বন্ধ হলে চার্টার্ড বিমানে ব্রিজটাউন থেকে দেশে ফিরবেন রোহিতরা। বিশ্বকাপ ট্রফি জেতায় বিসিসিআই ১২৫ কোটি বা বাংলাদেশি টাকায় ১৭৬ কোটি বোনাস ঘোষণা করেছে।

সর্বশেষ খবর