মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে ব্রাজিল কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে ব্রাজিল কলম্বিয়া

ব্রাজিলের ভরসা ভিনিসিয়ুস

কঠিন সময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোথায় যেন হারিয়ে গেছে তাদের চেনা ছন্দ। দুই যুগ ধরে বিশ্বকাপের শিরোপা নেই। এমনকি ফাইনালও খেলতে পারছে না। গত আসরে কোপা আমেরিকাও হাতছাড়া হয়েছে। এবারও শুরুটা হয়েছে হতাশার ড্র দিয়ে। দুর্বল কোস্টারিকা তাদের রুখে দিয়েছে। পরের ম্যাচে না জিতলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা ছিল ব্রাজিলের। অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ভিনিসিয়ুসরা। ৪-১ গোলে জয়ে হলুদ শিবিরে স্বস্তি নেমে আসে।

আগামীকাল সকালে গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপের ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ায়। ম্যাচ ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে কলম্বিয়া। আগের দুই ম্যাচে তারা প্যারাগুয়ে ও কোস্টারিকাকে সহজে হারায়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্রাজিলকে জিততেই হবে। কলম্বিয়ার কোচ আগেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ‘আমরা গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে যেতে চাই।’ দেখা যাক ভিনিসিয়ুসরা সেই চ্যালেঞ্জের জবাব কীভাবে দেন।

এবার কোপায় আর্জেন্টিনা ফের চ্যাম্পিয়ন হবে ফুটবল বিশ্লেষকরা তাই মনে করছেন। মেসিদের পারফরম্যান্সে তার আভাসও মিলছে। যদি ব্রাজিল হারানো শিরোপা উদ্ধার করতে পারে। তা হবে অঘটন। কেননা অতীতে যত ট্রফি জিতক না কেন, দল হিসেবে এবার তারা অনেকটা দুর্বল। আশঙ্কা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপায় কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। দলের সাবেক তারকা খেলোয়াড়রা ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ। রোনালদিনহো বলেছেন, ‘এবার কোপা জেতা ব্রাজিলের স্বপ্নে পরিণত হয়েছে।’

 

 

সর্বশেষ খবর