বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ক্রিকেট খেলার আকুতি আফগান নারীদের

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট খেলার আকুতি আফগান নারীদের

টি-২০ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলে আফগানিস্তান। সেমিফাইনাল খেলে ইতিহাস গড়ে দেশটি। অথচ দেশটির নারীদের ক্রিকেট খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির নারীরা ক্রিকেট খেলতে চাইছেন। অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থার মাধ্যমে আফগানিস্তানের এক সময়কার চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটার ক্রিকেটে ফিরতে আকুতিভরা অনুরোধ করেছেন আইসিসির কাছে। টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে একমাত্র আফগান নারীরা ক্রিকেট খেলেন না। নারীরা আবেদন করেছেন, তাদের যেন শরণার্থী দল হিসেবে খেলার সুযোগ করে দেয়। দেশটির তালেবান শাসকরা আগ্রহী নন বলে দেশটির নারীরা ক্রিকেট খেলতে পারছেন না। শুধু ক্রিকেট নয়, দেশটিতে নারীদের সব ধরনের খেলা বন্ধ করে দিয়েছে। শিক্ষাক্ষেত্রেও নারীদের চলাচল বন্ধ। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেটাররা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে একটি খেলা চিঠি লিখেছেন। সেখানে লিখেছেন, ‘আমরা নারী ক্রিকেটার হওয়ায় দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারছি না। আইসিসিকে অনুরোধ করছি অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রিকেটারদের নিয়ে আমাদের একটি শরণার্থী ক্রিকেট দল গঠনের। যে দলটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ইস্ট এশিয়ান ক্রিকেট কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এ দলটির মাধ্যমে আমরা পুরুষ ক্রিকেটারদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চাই।’   আইসিসির নিয়ম, প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের একটি নারী ক্রিকেট দল অবশ্যই থাকতে হবে। আফগানিস্তানেরও ছিল। ২০২০ সালের নভেম্বরে এসিবির উদ্যোগে কাবুলে নারী ক্রিকেটারদের একটি ট্রায়ালের আয়োজন করে ২৫ জন ক্রিকেটারকে চুক্তিভুক্ত করা হয়েছিল।

সর্বশেষ খবর