বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

উরুগুয়ের সঙ্গে পানামা শেষ আটে

ক্রীড়া ডেস্ক

উরুগুয়ের সঙ্গে পানামা শেষ আটে

কোপা আমেরিকায় টানা তিন জয় নিয়ে গ্রুপের সেরা হলো উরুগুয়ে। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গতকাল উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস অলিভেরা। সি গ্রুপে ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করল উরুগুয়ে।

কোপা আমেরিকায় চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে উরুগুয়ে। তিন ম্যাচে তারা গোল করেছে ৯টি। বিপরীতে গোল হজম করেছে কেবল ১টি। অন্য যে কোনো দলের তুলনায় উরুগুয়ের গোল সংখ্যাই বেশি। গ্রুপ পর্বের ধারাবাহিকতা নকআউটে ধরে রাখতে পারলে উরুগুয়েকে ঠেকানো কঠিন হয়ে যাবে প্রতিপক্ষের জন্য। অবশ্য শেষ আটেই বড় বাধার মুখে পড়তে পারে উরুগুয়ে। দেখা হতে পারে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল অথবা কলম্বিয়ার। দুটি দলই ভয়ংকর হয়ে উঠতে পারে উরুগুয়ের জন্য।

এদিকে গতকাল কোপা আমেরিকায় জয় পেয়েছে পানামাও। ফ্লোরিডার ইন্টার অ্যান্ড কো. স্টেডিয়ামে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা। পানামার পক্ষে একটি করে গোল করেন ফায়ার্ডো, গুয়েরেরো ও ইয়ানিস। বলিভিয়ার পক্ষে একটা গোল করেন মিরান্ডা। এ জয়ে সি গ্রুপে ৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে পানামা। প্রথমবারের মতো কোপা আমেরিকায়  নকআউট পর্ব নিশ্চিত করল দলটা। এর আগে ২০১৬ সালেও এই টুর্নামেন্টে খেলে পানামা। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে কেবল একটা ম্যাচে জয় পেয়েছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব খেলেই। এবার নকআউটে পানামা খেলবে ডি গ্রুপের শীর্ষ দলের সঙ্গে। ব্রাজিল কিংবা কলম্বিয়া হতে পারে পানামার প্রতিপক্ষ।

কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০১৬ সালেও কোপা আমেরিকা আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেবার খেলেছিল সেমিফাইনালে। শেষ চারে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ১৯৯৫ সালেও সেমিফাইনাল খেলে তারা। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। মূলত পানামার কাছে পরাজয়ই কাল হলো যুক্তরাষ্ট্রের জন্য।

সর্বশেষ খবর