বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ওয়াইল্ড কার্ডে প্যারিস যাচ্ছেন সামিউল-সোনিয়া

ক্রীড়া ডেস্ক

ওয়াইল্ড কার্ডে প্যারিস যাচ্ছেন সামিউল-সোনিয়া

এ মাসের ২৬ তারিখে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। বরাবরের মতো বাংলাদেশও অংশ নেবে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার টুম্পা অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা ওয়াইল্ড কার্ড পেয়েছেন। তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এম বি সাইফ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) গতকাল রাতে আমাদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে, আমাদের একজন করে নারী ও পুরুষ সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। এর অর্থ, আমাদের পাঠানো দুটি নাম তারা অনুমোদন করেছে।’ সামিউল অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফিস্টাইল ইভেন্টে। সোনিয়া অংশ নেবেন ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে। প্যারিস অলিম্পিকে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ-স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। একমাত্র সাগর সরাসরি খেলবেন। বাকি চার অ্যাথলেট পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

সর্বশেষ খবর