বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফের শেষ আটে তুরস্ক

ক্রীড়া প্রতিবেদক

ফের শেষ আটে তুরস্ক

দারুণ একটা রেকর্ড দখলে নিয়েছে তুরস্ক। বিশ্বকাপ এবং উয়েফা ইউরো কাপের নকআউট পর্বে দ্রুততম গোলের রেকর্ডটা এখন তাদেরই। মঙ্গলবার গভীর রাতে লিপজিগের রেড বুল অ্যারিনায় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। এ জয়ে তারা ইউরো কাপে তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল। ২০০০ সালে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় তারা। ২০০৮ সালে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে পরাজিত করে সেমিতে খেলে। শেষ চারের লড়াইয়ে হেরে যায় জার্মানির কাছে। এবার কতদূর যাবে তুরস্ক!  তুরস্কের পক্ষে ম্যাচের ৫৭ সেকেন্ডে গোল করেন মেরিহ ডেমিরাল। এই গোলটা ইউরো কাপে নকআউট পর্বের দ্রুততম গোল। বিশ্বকাপের নকআউট পর্বেও দ্রুততম গোলটা তুরস্কের। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করেছিলেন তুরস্কের হাকান সুকুর। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটাও করেন ডেমিরাল। ম্যাচের ৬৬ মিনিটে মাইকেলের গোলে ব্যবধান কমালেও পরাজয় ঠেকাতে পারেনি অস্ট্রিয়া। তুরস্কের জয়ের ম্যাচে অবশ্য বিতর্ক তুলেছেন ডেমিরাল। তিনি গোলের পর উদযাপন করতে গিয়ে উগ্রপন্থিদের প্রতীক দেখিয়েছেন হাত দিয়ে। এটা নিয়ে বেশ বিতর্ক চলছে। উয়েফা তদন্ত করার কথাও জানিয়েছে।

উয়েফা ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। স্পেন-জার্মানি, পর্তুগাল-ফ্রান্স, নেদারল্যান্ডস-তুরস্ক এবং ইংল্যান্ড-সুইজারল্যান্ড মুখোমুখি হবে শেষ আটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর