বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ওয়াংখেড়েতে রোহিতদের বিশ্বজয়ের উৎসব

মুম্বাই যাবে বিশ্বজয়ী দল। সেখানে চলবে বিশ্বজয়ের নানা উৎসব। এমনই পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। মুম্বাই নেমে বিশেষভাবে সজ্জিত ছাদখোলা বাসযোগে ক্রিকেটের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিতরা।

ক্রীড়া ডেস্ক

ওয়াংখেড়েতে রোহিতদের বিশ্বজয়ের উৎসব

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় ক্রিকেটাররা এখনো দেশে ফিরতে পারেননি। ঘূর্ণিঝড়ে তারা বার্বাডোজের হোটেলেই বন্দি ছিলেন। অবশেষে আজ ভোরেই দেশে ফিরছেন রোহিত-কোহলিরা। ইতোমধ্যে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান বিশ্বজয়ীদের উড়িয়ে আনতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেছে। চার্টার্ড বিমানে করেই ক্রিকেটাররা দেশে নামবেন। আজ ভোরে দিল্লিতে নেমে কয়েক ঘণ্টা বিশ্রাম নেবে পুরো দল। এরপর ট্রফি নিয়ে দেখা করতে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রী সবার মুখে মিষ্টি তুলে দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই বিশেষ বিমানে মুম্বাই যাবে বিশ্বজয়ী দল। সেখানে চলবে বিশ্বজয়ের নানা উৎসব। এমনই পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

মুম্বাই নেমে বিশেষভাবে সজ্জিত ছাদখোলা বাসযোগে ক্রিকেটের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিতরা। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত এই স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই মাঠে টি-২০ বিশ্বজয়ের ট্রফি অধিনায়ক রোহিত শর্মা তুলে দেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের হাতে। এরপর সন্ধ্যায় ক্রিকেটাররা যে যার বাসায় চলে যাবেন। ক্রিকেটারা থাকেন একেক রাজ্যে। হেলিকপ্টারে করে তাদের পৌঁছে দেওয়া হবে। গ্যালারিতে দর্শক থাকলেও কড়া নজরদারিতে তাদের প্রবেশ করতে হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ের আসল উৎসব হবে। ভারতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার এবং বলিউড তারকাদের বিজয় উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রফি নেওয়ার সময় রাস্তাতেও থাকছে কড়া নিরাপত্তা। বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী মোদি আজই রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক ক্রিকেটার, কোচ ও কর্মকর্তার জন্য আলাদা পুরস্কারের ঘোষণা দিতে পারেন।

 

সর্বশেষ খবর