বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাড্ডা জাগরণী সহজে হারাল সাধারণ বীমাকে

ক্রীড়া প্রতিবেদক

বাড্ডা জাগরণী সহজে হারাল সাধারণ বীমাকে

কখনো চ্যাম্পিয়ন বা রানার্সআপ এমনকি লিগে শীর্ষ চারে না থাকলেও সাধারণ বীমার পরিচিতি একেবারে কম ছিল না। বেশ ক’জন প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে এই অফিস দল থেকে। পেশাদার বা চ্যাম্পিয়ন্স লিগে তারা কখনো সুযোগ পায়নি। সাধারণ বীমা করপোরেশন খেলছে প্রথম বিভাগ লিগে। গতকাল বসুন্ধরা সিনিয়র ডিভিশন লিগে তাদের শুরুটা হয়েছে বড় হারে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ০-৩ গোলে হেরে যায় বাড্ডা জাগরণীর কাছে। বিজয়ী দল প্রথমার্ধে ২১ মিনিটে দেওয়া শরিফুলের গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ৩ ও ১৮ মিনিটে আরিফ হোসেনের জোড়া গোলে সহজ জয়ে মাঠ ছাড়ে বাড্ডা জাগরণী। এদিকে এক সময় জায়ান্ট কিলার খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘ সহজ জয় দিয়ে লিগ শুরু করে। তারা ৪-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের রিপন মিয়া, সজল আহমেদ, শফিকুল ইসলাম ও আরাফ মিয়া গোলগুলো করেন। ঐতিহ্যবাহী ইস্ট এন্ড একই দিনে ২-০ গোলে হারায় মহাখালী একাদশকে। বিজয়ী দলের রবিউল মজুমদার ও পারভেজ মিয়া গোলগুলো করেন। আরেক ম্যাচে বাংলাদেশ বয়েজ ও নবাবপুর ক্রীড়াচক্র গোলশূন্য ড্র করে।

উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে প্রথম বিভাগ ফুটবলের মাধ্যমে ঢাকা ঘরোয়া আসরের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে প্রিমিয়ার লিগ ও বর্তমানে পেশাদার লিগ নামকরণে প্রথম শ্রেণির ফুটবল অনুষ্ঠিত হচ্ছে।

 

সর্বশেষ খবর