শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রোনালদো-এমবাপ্পে লড়াই

ক্রীড়া প্রতিবেদক

রোনালদো-এমবাপ্পে লড়াই

স্লোভেনিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওই মিসের দুই মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্লোভেনিয়া। কিন্তু পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তার দুর্দান্ত রক্ষায় বেঁচে যায় দল। খলনায়ক হতে হতে বেঁচে যান রোনালদো। পরে অবশ্য টাইব্রেকারে গোল দিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন সিআর সেভেন। কস্তার অসাধারণ গোলরক্ষণে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্সেরবিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল। দুই দল ২০১৬ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। পর্তুগাল ১-০ গোলে জিতে প্রথমবার ইউরো সেরা হয়েছিল। দুই ইউরো সেরা দলের লড়াইয়ের আড়ালে আরও একটি অলিখিত লড়াই হবে। লড়াই হবে গুরু রোনালদোর সঙ্গে ভাবশিষ্য কিলিয়ান এমবাপ্পের। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা খুব ভালো করে জানেন, ছোটকাল থেকে ঘরে রোনালদোর পোস্টার টাঙিয়ে রেখে স্বপ্ন দেখতেন এমবাপ্পে, আদর্শ সিআর সেভেনের মতো হওয়ার!

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন। ২০২২ সালে ফাইনালে হেরে যান লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে। অথচ ফ্রান্স সর্বশেষ ইউরো জয় করে ২০০০ সালে। ইতালিকে হারিয়ে জিনেদিন জিদানের ম্যাজিকে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ২০১৬ সালের ফাইনাল খেলেছিল। কিন্তু পর্তুগালের কাছে হেরেছিল। এমবাপ্পেদের প্রতিশোধ নেওয়ার লড়াইও আজ। ইউরোর চলতি আসরে এখন একটি মাত্র গোল করেছেন বিশ্বকাপে ১২ গোল করা এমবাপ্পে। বিশ্বকাপে তিনি যে গোলটি করেছেন, সেটি পেনাল্টিতে। ফ্রান্সের বাকি দুই গোল আত্মঘাতী। রোনালদো গোলের দেখা পাননি চার ম্যাচে। রোনালদো ফিফা বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতেছেন ৫টি। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন খেলছেন আল নাসরে। এর আগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদে। মোনাকো থেকে পিএসজিতে খেলতে আসেন এমবাপ্পে। এবার যোগ দিয়েছেন রিয়ালে। রিয়ালের সমর্থকরা আশা করছেন, রোনালদোর অভাব পূরণ করবেন এমবাপ্পে। ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদো ও এমবাপ্পে পরস্পরের বিপক্ষে দ্বিতীয়বার খেলছেন। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স-পর্তুগাল ম্যাচটি রোনালদোর জোড়া গোলে ড্র হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর