শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঝুলে গেল সাবিনাদের ভুটান সফর

ক্রীড়া প্রতিবেদক

১১ ও ১৪ জুলাই থিম্পুতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ৮ জুলাই সাবিনা খাতুনদের থিম্পু যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় সফর ঝুলে গেছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার জানান, ‘ঢাকা থেকে থিম্পুর ফ্লাইট সংখ্যা কম এবং যে ফ্লাইট রয়েছে তাতে নির্দিষ্ট সংখ্যক আসন নেই। ভুটান ফুটবল ফেডারেশন আমাদের জন্য চার্টার্ড বিমানের উদ্যোগ নিয়েছিল। সেটা অনেক ব্যয়বহুল হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিই। এখন জুলাই শেষ বা আগস্টের প্রথম দিকে বাংলাদেশ ও নেপালকে নিয়ে ভুটান ফুটবল ফেডারেশন ত্রিদেশীয় টুর্নামেন্টের চিন্তাভাবনা করছে। এতে বাংলাদেশ খেলবে কি না তা নারী কমিটির পরবর্তী সভায় ঠিক হবে।’ অক্টোবরে নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটি বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। ভুটান সফর ঝুলে যাওয়ায় সাবিনারা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে কি না তা নিয়ে সংশয় থেকে গেল।

সর্বশেষ খবর