শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিল-উরুগুয়ে মহারণ

ম্যাচ কাল সকাল ৭টায়

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিল-উরুগুয়ে মহারণ

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-উরুগুয়ে। কাল সকালে লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই ব্রাজিলের।

ব্রাজিল-উরুগুয়ে ফুটবল লড়াই যুগে যুগেই উত্তেজনা ছড়িয়েছে। ১৯৫০ সালের বিশ্বকাপে মারাকানার বিখ্যাত লড়াইটার কথা সবারই জানা। যে লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল উরুগুয়ে। এর আগে এবং পরেও কত উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে দুই দল! নতুন শতকে অবশ্য ব্রাজিলই একক আধিপত্য দেখিয়েছে। রোনালদো-রোনালদিনহো-নেইমারদের যুগে খুব কম সময়ই উরুগুয়ে জয় পেয়েছে ব্রাজিলের বিপক্ষে। তবে বর্তমান সময়টা উরুগুয়ের। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। তা ছাড়া চলতি কোপা আমেরিকাতেও দুর্দান্ত ফুটবল খেলছে উরুগুয়ে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জয় করেছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বের বাধা বেশ কষ্ট করে পাড়ি দিয়েছে ব্রাজিল। তা ছাড়া ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন না আজ। গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না তিনি। তবে রাফিনহা, রদ্রিগো, পাকেতারাও কম ভয়ংকর নন। উরুগুয়ে দলটাও অসাধারণ। নুনেজ আছেন দারুণ ফর্মে। আরাওহো, ভালভার্দেরাও বর্তমানের সেরা ফুটবলারদের মধ্যে আছেন। কাল লড়াইটা বেশ উপভোগ্যই হতে যাচ্ছে।

এদিকে কাল ভোরে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে কলম্বিয়া-পানামা। প্রথমবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে খেলার সুযোগ অপেক্ষা করছে পানামার সামনে। অন্যদিকে কলম্বিয়া গত আসরেও সেমিফাইনাল খেলেছে। চলতি আসরেও তারা আছে ফেভারিটের তালিকায়। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে জিততে জিততেও ড্র করে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ফেভারিট হিসেবেই কাল মুখোমুখি হবে পানামার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর