শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেমিরেল দুই ম্যাচ নিষিদ্ধ

দেমিরেল দুই ম্যাচ নিষিদ্ধ

গোল উদযাপনে পরিষ্কার রাজনৈতিক ইঙ্গিত ছিল মেরিহ দেমিরেলের। যা খেলার সঙ্গে মানানসই নয়। তুরস্কের রক্ষণভাগের দেমিরেলের এমন আচরণ মেনে নিতে পারেনি ইউরোপের শাসক সংস্থা উয়েফা। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে অনেক বড় ধাক্কা খেলো তুরস্ক। দলের অন্যতম সেরা ফুটবলারকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। গত মঙ্গলবার নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল দুটি করেন দেমিরেল। ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটি করার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে একটি প্রতীক তৈরি করতে দেখা যায় তাকে। যা তুরস্কের উগ্র-জাতীয়তবাদী সংগঠন ‘গ্রে উলভস’র সঙ্গে সম্পর্কিত।

আজ বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে উঠার ম্যাচে খেলবে তুরস্ক।

সর্বশেষ খবর