শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আগস্টে পাকিস্তানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাটাছেঁড়া চলছে। কেন সেমিফাইনাল খেলতে পারেনি, এ নিয়ে বিসিবি বৈঠক করেছে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছেন। দেশে ফেরার পর বাংলাদেশ দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে। সেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর। পাকিস্তানের মাটিতেই আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে বাংলাদেশ অংশ নেবে। বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছে ১৩টি। বাংলাদেশের জয় নেই একটিও। একটি মাত্র ড্র। বাকি ১২টি হার। এবার নিয়ে চতুর্থবার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ গিয়েছিল ২০২০ সালে। চার বছর আগে রাওয়ালপিন্ডির ওই টেস্টটি হেরেছিল ইনিংস ও ৪৪ রানে। এবার নিয়ে দ্বিতীয়বার রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ২০২০ সালের পর এবার খেলবে। করাচিতে এর আগে একটি টেস্ট খেলেছে। ২০০৩ সালে করাচির ওই টেস্ট হেরেছিল ৭ উইকেটে। সর্বপ্রথম পাকিস্তান সফর করে ২০০১ সালে। মুলতানে হেরেছিল ইনিংস ও ২৬৪ রানে। আবার মুলতানেই ২০০৩ সালে জিততে জিততে হেরেছিল ১ উইকেটে। পাকিস্তানকে জেতানোর নায়ক ছিলেন ইনজামাম উল হক। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছে মিরপুরে, ২০২১ সালে এবং হেরেছিল ইনিংস ও ৮ রানে। দুই দলের একমাত্র ড্র টেস্ট খুলনায় ২০১৫ সালে। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে রেকর্ড ৩১২ রানে ভর করে ড্র করেছিল টেস্ট। ইমরুল ১৫০ রান করলেও তামিম ২৭৮ বলে ১৭ চার, ৭ ছক্কায় ২০৬ রান করেছিলেন। পাকিস্তান সফরের পর ভারত সফর করবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ খেলবে দুই দল। অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে টি-২০ খেলবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট এক জয়ে ১২।

 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ সূচি

ম্যাচ             তারিখ                    ভেন্যু

প্রথম টেস্ট     ২১-২৫ আগস্ট         রাওয়ালপিন্ডি

দ্বিতীয় টেস্ট    ৩০ আগস্ট-৩ সেপ্ট.  করাচি

 

সর্বশেষ খবর