শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জকোভিচের খেলায় ইউরোর ধাক্কা

ক্রীড়া ডেস্ক

জকোভিচের খেলায় ইউরোর ধাক্কা

উইম্বল্ডন টেনিসের ধাক্কা লেগেছে ইউরো চ্যাম্পিয়নশিপে। পরশু রাতে লন্ডনের উইম্বল্ডনের তৃতীয় রাউন্ডের খেলা চলছিল সেন্টার উইকেটে। নোভাক জকোভিচ ও আলেক্সেই পপিরিনের প্রথম সেটের খেলা সবে শেষ হয়েছে। তখনই গ্যালারিতে থাকা কিছু দর্শক হইচই করে উৎসব করতে থাকেন। তখন রেফারি খেলা বন্ধ করে দেন। খোঁজ নিয়ে জানা যায়, ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। সেমিফাইনালে ওঠার ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ইউরো উচ্ছ্বাসের ঢেউ উইম্বল্ডনের খেলায় বাধাগ্রস্ত করলেও জোকোভিচের চতুর্থ রাউন্ডে ওঠা বন্ধ করতে পারেনি। চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে জোকোভিচ জিতেছে ৩-১ গেমে। প্রথম সেট অস্ট্রেলিয়ার পপিরিন জিতেছিল ৬-৪ গেমে। পরের তিন সেট টানা জিতে নেন সার্বিয়ান তারকা। দ্বিতীয় ও তৃতীয় সেট জেতেন যথাক্রমে ৬-৩ ও ৬-৪ গেমে। চতুর্থ সেটে পপিরিন একটু লড়াই করেন। কিন্তু জোকোভিচের জয় তুলে নেয় ৭৬ (৭/৩) গেমে। জয়ের পর ইউরোর সেমিফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানান ইংল্যান্ডকে, ‘অভিনন্দন ইংল্যান্ড। আমিও পেনাল্টিতে বাঁ পায়ে একটি শট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পপিরিনি ভালোভাবেই ডিফেন্ড করেছে।’

সর্বশেষ খবর