শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সনাৎ জয়সুরিয়া

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিজ কাঁধে নিয়ে শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এরপর থেকে দলটি কোচশূন্য। কোচের শূন্যস্থান পূরণ করে শ্রীলঙ্কা ক্রিকেট। দ্বীপরাষ্ট্র সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। সফর দুটির জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সনাৎ জয়সুরিয়াকে। সাবেক অধিনায়ক টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক হিসেবে কাজ করেছেন। এবার অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিলেও তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। যদি সাফল্য পান, তাহলে দলের পূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের। সব ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে করেন ২১ হাজারের ওপর রান ও ৪৪০ উইকেট।

 

সর্বশেষ খবর