শিরোনাম
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফের সেমিতে কলম্বিয়া

ফের সেমিতে কলম্বিয়া

কোপা আমেরিকায় কলম্বিয়া বেশ শক্ত প্রতিপক্ষ। গ্রুপ পর্ব আর কোয়ার্টার ফাইনালে তাদের সামনে দাঁড়ানো বেশ কঠিন। তবে সেমিফাইনালেই গড়বড় হয়ে যায়। ২০১৬ সাল থেকে তৃতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল কলম্বিয়া। গতকাল ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে দলের পক্ষে একটি করে গোল  করেন জন কর্ডোবা, জেমস রদ্রিগেজ, লুইস ডিয়াজ, রিচার্ড রিওস এবং মিগুয়েল বোরহা। সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নিল পানামা। কলম্বিয়া ২০২১ সালেও কোপার সেমিফাইনাল খেলেছিল। সেবার তারা ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় আর্জেন্টিনার কাছে। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে আলবেসিলেস্তরা। ২০১৬ সালে সেমিফাইনালে কলম্বিয়া পরাজিত হয় চিলির কাছে। এবার কতদূর যাবে কলম্বিয়া! চলতি আসরে এখনো পর্যন্ত ১১টি গোল করেছে তারা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল তাদেরই। সেমিফাইনালে উরুগুয়ের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর