মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

উইম্বলডনে তারকা পতন

ক্রীড়া ডেস্ক

উইম্বলডনে তারকা পতন

উইম্বলডনের নারী এককে তারকা পতন চলছেই। শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সোয়াটেক বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড খেলেই। এবার দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফ বিদায় নিলেন চতুর্থ রাউন্ড থেকে। গতকাল তিনি ৬-৪, ৬-৩ গেমে হেরে গেছেন স্বদেশি এমা নাভারোর কাছে। ২৩ বছর বয়সি নাভারো ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন। এর আগে তার সেরা ফল ছিল চতুর্থ রাউন্ডে খেলা। গত ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড খেলেন তিনি। উইম্বলডনে এর আগে প্রথম রাউন্ডের বাধাই পাড়ি দিতে পারেননি নাভারো। নারী এককে কেবল কোকো গফই নন, বিদায় নিয়েছেন এমা রাডুকানুও। ব্রিটিশ এই মেয়ে চতুর্থ রাউন্ডে ৬-২, ৫-৭, ৬-২ গেমে হেরেছেন অস্ট্রেলিয়ার লুলু সুনের কাছে। এমা রাডুকানুকে নিয়ে এবার বেশ আশা করেছিল ব্রিটিশরা। তবে খুব বেশি দূর যেতে পারলেন না তিনি। নারী এককে সপ্তম বাছাই জেসমিন পাওলিনি এবং ডোনা ভেকিচ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। উইম্বলডনের পুরুষ এককে অবশ্য শীর্ষ তারকারা এগিয়ে চলেছেন। শীর্ষ বাছাই ইতালিয়ান তরুণ জ্যানিক সিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তিনি চতুর্থ রাউন্ডে ৬-২, ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে। তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ চার সেটের লড়াইয়ে ফ্রান্সের উগো হুম্বার্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। এ ছাড়া রাশিয়ার ড্যানিল মেদভেদেভ ও যুক্তরাষ্ট্রের টমি পল চতুর্থ রাউন্ডের বাধা পাড়ি দিয়ে শেষ আটে পৌঁছে গেছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর