ইউরোপে এক সময় নৌ যুদ্ধ হতো কথায় কথায়। ডাচ, ইংলিশ, ফরাসি, স্প্যানিশরা একে-অপরের রক্ত গঙ্গা বইয়ে দিত। আধুনিক যুগে মানুষ অনেক সভ্য হয়ে উঠেছে। শিক্ষিত হয়েছে। তবে লড়াই করার সুপ্ত বাসনা রয়েই গেছে। মানুষ প্রাচীন কিংবা মধ্য যুগের সেই লড়াকু মনোভাব বের করে খেলার মাঠে। ইউরোপে স্পষ্ট করে বলতে গেলে ফুটবল মাঠে। ফুটবলকে ওরা নিজেদের আবেগ বের করার একটা মাধ্যম মনে করে। শত শত বছর ধরে তারা…