বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নতুন মৌসুমে কিংসের নতুন কোচ ভ্যালেরিউ

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে কিংসের নতুন কোচ ভ্যালেরিউ

অস্কার ব্রুজোন বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বে থাকছেন না। এ খবর নতুন নয়, ২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবল লিগে অভিষেকের পর থেকে স্পেনের নাগরিক অস্কার কিংসের হেড কোচের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কোনো কোচ যা পারেননি তা করে দেখিয়েছেন অস্কার। অভিষেকের পর টানা পাঁচ লিগে শিরোপা ছাড়াও তিনবার করে ফেডারেশন ও স্বাধীনতা কাপের শিরোপা জেতান কিংসকে। ছয় বছরে ১১ শিরোপা, যাকে অভাবনীয় সাফল্য বলা যায়। তারপরও এমন সফল কোচকেও বিদায় জানাতে বাধ্য হয়েছে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট। নতুন করে চুক্তি করার প্রয়োজন মনে করেনি কিংস কর্তৃপক্ষ। এর পেছনে বড় কারণ হচ্ছে ডিসিপ্লিন। এক্ষেত্রে বসুন্ধরা কিংস বড্ড কঠোর। যত বড় খেলোয়াড় বা কোচ হোক না কেন, শৃঙ্খলা ভাঙলে রেহায় নেই। শুরু থেকে দলের সঙ্গে থাকায় অস্কার হয়ে উঠেছিলেন কিংসের ঘরের লোক। তাঁর কাজে ক্লাব কখনো হস্তক্ষেপ করেনি। স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু অস্কার শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। তাঁর ভিতরে এমন ভাব চলে এসেছিল তাকে ছাড়া চলবেই না। তিনি বড় মাপের কোচ ছিলেন এ নিয়ে সংশয় নেই। ক্লাব সভাপতি ইমরুল হাসানও তাঁর অবদানের কথা স্বীকার করেন। কিন্তু যা ক্লাবের কাছে গ্রহণযোগ্য নয়, সেই কর্মকান্ড করে থাকলে তাকে তো আর রাখা যায় না। কিংস তাই অস্কারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ ক্লাবের চেইন অব কমান্ড তো ভাঙা যায় না। খেলোয়াড়রা ডিসিপ্লিন ব্রেক করায় তাদেরও তো শাস্তি পেতে হয়েছিল। এক্ষেত্রে কিংস আপসহীন। অস্কারকে না বলার পর স্বাভাবিকভাবে ক্রীড়ামোদিদের প্রশ্ন জাগে বসুন্ধরা কিংস নতুন কোচ হিসেবে কাকে আনছে। অন্য ক্লাবে কোচ বদল হলে ততটা আগ্রহ থাকে না। বলা যায় নীরবেই কাজ সেরে ফেলে। কিন্তু দলটি বসুন্ধরা বলে যত কথা। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংস ফুটবলে আলাদা জায়গা করে নিয়েছে। তাদের নতুন কোচ ঘিরে বাড়তি আগ্রহ তো থাকবেই। হুট করে কিংস তো আর কোচ নিয়োগ দিতে পারে না। এক্ষেত্রে যাচাই-বাছাই বা আলোচনার দরকার রয়েছে। ইউরোপ, লাতিন আমেরিকার বেশ কয়েকজন কোচের জীবন বৃত্তান্ত বা তাদের অভিজ্ঞতা কিংসের ফাইলে জমা পড়েছিল। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ছিল রোমানিয়ার ভ্যালেরিউ তিতাকে। অনেকের নাম জমা ছিল বলে চূড়ান্ত ঘোষণা করতে কিংস সময় নিচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল আনুষ্ঠানিকভাবেই হেড কোচ হিসেবে তিতার নাম ঘোষণা করল বসুন্ধরা কিংস।

ক্লাবের সভাপতি ইমরুল হাসানই ঘোষণা দিয়েছেন নতুন মৌসুমে কিংসের নতুন কোচ ভ্যালেরিউ তিতার নাম। তিনি বলেন, ‘ওর সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছে। আশা করি খুব শিগগিরই তাকে সামনে রেখে পরিচয় করিয়ে দিতে পারব।’ নতুন মৌসুমটাও কিংসের জন্য চ্যালেঞ্জের। লিগে ডাবল হ্যাটট্রিক শিরোপার হাতছানি। তারপর আবার অক্টোবরে এএফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে। যেখানে গ্রুপে কিংসের প্রতিপক্ষ হিসেবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ক্লাবগুলোও থাকতে পারে। তিতার আবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের কোচিং করার অভিজ্ঞতা রয়েছে। ২০১০ সালে সিরিয়ান ক্লাব আল-ইত্তিহাদ এসসি আলে-পোক্কেকে এএফসি কাপ জেতান। সিরিয়া জাতীয় দলের কোচও ছিলেন। এ ছাড়া কাজ করেছেন লেবানন, কুয়েত, জর্ডান, ইরাক ও সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের বাঘা বাঘা ক্লাবের দায়িত্ব পালন করা উয়েফা প্রো-লাইয়েন্সধারী ৫৮ বছর বয়সী ভ্যালেরিউ কিংসকে কী দেবেন সেটাই অপেক্ষা। আপাতত তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে।

রোমানিয়ার জাতীয় দলে খেলা দোয়েল স্ট্রোইকা সেটপিস কোচের দায়িত্ব নিচ্ছেন। ট্রেইনার থাকছেন তিউনিসিয়ার খলিল চাগবো।

সর্বশেষ খবর