শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পেনাল্টির ব্যাখ্যা কেইনের

ক্রীড়া প্রতিবেদক

পেনাল্টির ব্যাখ্যা কেইনের

ইংল্যান্ডের পেনাল্টি নিয়ে বিতর্ক চলছে। নানান ব্যাখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। তবে পেনাল্টি হয়নি এমন ব্যাখ্যাই বেশি। ১৮ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ভলি মারেন নেদারল্যান্ডসের গোলপোস্ট বরাবর। তখন পা দিয়ে ব্লক করেন ওলন্দাজ ডিফেন্ডার ডেনজিল ডামফ্রিস! কেইন শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। রেফারি ম্যাচ চালানোর নির্দেশ দেন। ৩-৪ মিনিট পর ভিএআর পদ্ধতির দ্বারস্থ হন রেফারি। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। পেনাল্টির সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ জানান নেদারল্যান্ডসের ফুটবলাররা। ম্যাচে ইংল্যান্ড তখন পিছিয়ে ছিল। কেইনের ওই গোলে সমতা আনে ইংলিশরা। ৯১ মিনিটে অলি ওয়াটকিনস বদলি নেমে গোল করে ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নিয়ে যান। ১৯৬৬ সালের পর ইংল্যান্ড এই প্রথম দেশের বাইরে বড় কোনো আসরের ফাইনালে উঠল। পেনাল্টিতে গোল করার ব্যাখ্যায় ইংলিশ অধিনায়ক কেইন বলেন, ‘আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝে মধ্যে আপনি এগুলো পাবেন, মাঝে মধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি।’ আবার ইংল্যান্ডের সাবেক গ্যারি নেভিল মনে করেন, এটা পেনাল্টি নয়।

সর্বশেষ খবর