শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অনন্য উচ্চতায় রদ্রিগেজ

ক্রীড়া প্রতিবেদক

অনন্য উচ্চতায় রদ্রিগেজ

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জাপান ম্যাচে বুক দিয়ে বল রিসিভ করে বাঁ পায়ের ভলিতে দুরন্ত গোল করেছিলেন হামেশ রদ্রিগেজ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোল ধরা হয় সেটিকে। ওই আসরে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার দৌড় থেমেছিল। বিশ্বকাপে দেশটির ওটাই সর্বোচ্চ প্রাপ্তি। সেবার ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় ফুটবলে মাঠ মাতিয়েছেন। কিন্তু খুব বেশি দিন খেলতে পারেননি ইউরোপীয় ফুটবলে। প্রায় অগোচরে চলে গিয়েছিলেন। এবার ফিরেছেন কলম্বিয়ার অধিনায়ক হয়ে। শুধু তাই নয়, দুরন্ত পারফরম্যান্সে গড়েন নতুন এক রেকর্ড। ২৩ বছর পর কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে টেনে তোলেন। দেশটি কোপার ফাইনাল খেলেছিল সর্বশেষ ২০০১ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। গতকাল উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছে ১০ জনের কলম্বিয়া। ম্যাচে গোল করেননি রদ্রিগেজ। কিন্তু গোলটি বানিয়ে দেন কর্নার থেকে। ওই অ্যাসিস্টে পেছনে ফেলেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে। মেসি এতদিন এক আসরে সর্বাধিক ৫টি অ্যাসিস্ট করেছিলেন। রদ্রিগেজ এখন ৬টি অ্যাসিস্ট করে অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যান। আসরে অবশ্য একটি গোলও করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর