শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সেমিফাইনালে নামছেন জকোভিচ আলকারাজ

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে নামছেন জকোভিচ আলকারাজ

উইম্বলডনে গত বছর পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ এবং স্পেনের কার্লোস আলকারাজ। সেই লড়াইয়ে জয় পান আলকারাজ। তরুণ এই তারকার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত পারেননি জকোভিচ। ম্যাচে তিনি হেরে যান ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। প্রথম সেট জয়ের পরও জকোভিচ হেরে গিয়েছিলেন। উইম্বলডনে আরও একবার দুই তারকার ফাইনাল দেখতে পারেন দর্শকরা। আজ সেমিফাইনালে আলকারাজ খেলবেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভের সঙ্গে। অন্য সেমিফাইনালে নোভাক জকোভিচ খেলবেন ইতালির লরেনজো মুসেত্তির সঙ্গে। সেমিফাইনালে জিতলেই ফাইনালে দেখা হবে জকোভিচ-আলকারাজের।

আলকারাজ এবং ড্যানিল মেদভেদেভ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালের বাধা পাড়ি দিতে লরেনজো মুসেত্তি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে। পাঁচ সেটের লড়াইয়ে মুসেত্তি জয় পান ৩-৬, ৭-৬, ৬-২, ৩-৬, ৬-১ গেমে। নোভাক জকোভিচকে অবশ্য ঘাম ঝরাতে হয়নি। তিনি অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন। এদিকে উইম্বলডনের নারী এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এলেনা রিবাকিনা। তিনি কোয়ার্টার ফাইনালে এলিনা সভিতলিনাকে হারিয়েছেন। বারবারা ক্রেজিকোভাও শেষ চারে উঠেছেন। তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জেলেনা অস্টাপেঙ্কোকে। গত রাতেই নারী এককের সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন বারবারা ক্রেজিকোভা ও এলেনা রিবাকিনা। অপর সেমিতে মুখোমুখি হন ডোনা ভেকিচ ও জেসমিন পাওলিনি। উইম্বলডনে নারী এককে টিকে থাকা চারজনের মধ্যে কেবল এলেনা রিবাকিনারই এখানে শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে।

 তিনি বিদায় নিলে আরও এক নতুন চ্যাম্পিয়নের দেখা পাবে উইম্বলডনের দর্শকরা

 

সর্বশেষ খবর