শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দাবা অলিম্পিয়াডে জিয়ার ছেলে তাহসিন

ক্রীড়া প্রতিবেদক

দাবা অলিম্পিয়াডে জিয়ার ছেলে তাহসিন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্বপ্ন ছিল ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে নিয়ে আবারও অলিম্পিয়াডে খেলবেন। এবার জাতীয় দাবায় শীর্ষ পাঁচে থেকে জিয়াউর রহমানের অলিম্পিয়াডে খেলা নিশ্চিত ছিল। ছেলে তাহসিন যেতে পারবে কিনা, এ নিয়ে তিনি শঙ্কায় ছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস, ছেলে ঠিকই অলিম্পিয়াডে খেলতে যাচ্ছেন। কিন্তু বাবা যেতে পারছেন না। গত শুক্রবার দাবা খেলার সময় জিয়া মৃত্যুবরণ করেন। একদিকে বাবার শোক, আরেক দিকে অলিম্পিয়াডে একসঙ্গে দুই চাপ সামলানো মুশকিল। তবে বাবার স্বপ্ন পূরণ করতে শোকের মধ্যেও দাবা অলিম্পিয়াড খেলতে তাহসিন হাঙ্গেরিতে যাচ্ছেন। ২০২২ সালে বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াডে খেলেন। এবার আর হচ্ছে না। বাবা জিয়া যে চলে গেছেন না ফেরার দেশে। যুগ্মভাবে পঞ্চম স্থানে পয়েন্ট সমান থাকায় তাহসিনকে প্লে-অফে খেলতে হয়। সেখানে সফল হওয়ায় হাঙ্গেরির টিকিট পেয়েছেন জিয়ার ছেলে। বাবা জিয়া সর্বোচ্চ ১৬ বার দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সংখ্যাটা আর বাড়ল না চিরতরে বিদায় নেওয়ায়।

সর্বশেষ খবর