শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত

ক্রীড়া ডেস্ক

আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে খেলবে না ভারত। টুর্নামেন্টের গ্রুপিং ও ফিকশ্চার প্রায় চূড়ান্ত হওয়ার পরও বেঁকে বসেছে ক্রিকেটে প্রভাবশালী দেশ ভারত। তাদের কথা, একেবারে খেলব না, তা বলছি না। তবে পাকিস্তানে গিয়ে খেলা সম্ভব নয়। আইসিসির কাছে অনুরোধ রেখেছি শ্রীলঙ্কা বা দুবাইয়ে ভারতের ম্যাচগুলোর আয়োজনে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গেছে। গত বছর এশিয়া কাপের পুরো আসরই পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত খেলতে আপত্তি করায় তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। কলম্বোয় ফাইনাল খেলেই রোহিত শর্মারা শিরোপা জেতেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের ম্যাচ ঘিরে একই অবস্থা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা আই সংবাদ সংস্থাকে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কোনোভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। আইসিসিকে বলা হবে, ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে নিয়ে যেতে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। ফাইনাল ৯ মার্চ। ১ মার্চ লাহোরে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে। খসড়া সেই ফিকশ্চার ঠিক হলেও ভারত কোনোভাবেই পাকিস্তানে খেলতে চাচ্ছে না। আইসিসি এখনো এনিয়ে মুখ খোলেনি।

সর্বশেষ খবর