শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেসিদের সামনে বিরল রেকর্ড

আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতে ২০২২ সালে বিশ্বকাপ জয় করে। এবার কোপার শিরোপা জিতলেই অনন্য রেকর্ড গড়বে দলটা। ল্যাটিন আমেরিকায় না থাকলেও এমন রেকর্ড ছিল ইউরোপে।

রাশেদুর রহমান

মেসিদের সামনে বিরল রেকর্ড

লিওনেল মেসি সাধারণত ফাইনালের আগের রাতে নিশ্চিন্তে ঘুম দেন। ফাইনালের দিন তিনি একেবারে চাপমুক্ত থাকতে চান। ভাবনাহীন ফুটবল খেলে সময়টা উপভোগ করার প্রস্তুতি নেন। কাল সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। আজ রাতেও তিনি ভালো একটা ঘুম দেবেন বলেই জানিয়েছেন। নিশ্চিন্ত মনে ফুটবল খেলার এ প্রক্রিয়ায় সফল হয়েছেন মেসি। জয় করেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ। এবার কোপা আমেরিকা জিতলেই এক বিরল রেকর্ড গড়বে আর্জেন্টিনা। কাল সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। ল্যাটিন আমেরিকান ফুটবলের সেরা আসর কোপা আমেরিকা। এ টুর্নামেন্টে কোনো দলই কোপা আমেরিকা জয়ের পর বিশ্বকাপ জিতে ফের কোপা আমেরিকা জয় করতে পারেনি। ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর ২০০৪ সালে কোপা আমেরিকা জয় করেছিল। তবে বিশ্বকাপের আগেরবার ২০০১ সালে তারা কোপা জিততে পারেনি। আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতে ২০২২ সালে বিশ্বকাপ জয় করে। এবার কোপার শিরোপা জিতলেই অনন্য রেকর্ড গড়বে দলটা। ল্যাটিন আমেরিকায় না থাকলেও এমন রেকর্ড ছিল ইউরোপে। ২০০৮ সালে ইউরো কাপ জেতা স্পেন ২০১০ সালে বিশ্বকাপ জিতে ২০১২ সালে ফের ইউরো কাপ জয় করে।

কলম্বিয়া বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে। গত ২৮ ম্যাচ তারা অপরাজিত। শেষবার তারা হেরেছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে, আর্জেন্টিনার কাছে (১-০)। সেই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে কি অপরাজিত থাকার ধারাটা ধরে রাখতে পারবে কলম্বিয়া! দুই দল অতীতে মুখোমুখি হয়েছে ৪২ বার। এর মধ্যে ২৫ বারই জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার জয় ৯ ম্যাচে। দুই দল ড্র করেছে ৮ ম্যাচে। ২০১৯ সালে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর দুই দল আরও তিনবার মুখোমুখি হয়েছে। দুবার জয় পেয়েছে আর্জেন্টিনা। একবার ড্র হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনাই কালকের ফাইনালে ফেবারিট। তবে কলম্বিয়ার সাম্প্রতিক ফর্ম বলছে, ম্যাচটা সহজ হবে না। মেসিরাও তা ঠিকই জানেন।

আর্জেন্টাইন অধিনায়ক ফাইনাল নিয়ে বলছেন, ‘এই দলটা (কলম্বিয়া) ভালো। দারুণ কিছু খেলোয়াড় আছে। আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে।’ প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক থেকেই খেলতে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়াও নিজেদের সেরা খেলাটাই খেলবে। শেষবার তারা কোপা আমেরিকার ফাইনাল খেলেছে ২০০১ সালে। সেবার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলম্বিয়া। ওইটাই ছিল তাদের প্রথম কোপা আমেরিকা জয়। দ্বিতীয়বার এই ট্রফি স্পর্শ করতে আর্জেন্টিনাকে হারাতে হবে। কে জিতবে? আর্জেন্টিনা না কলম্বিয়া? অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। কাল সকালেই ফুটবলপ্রেমীরা এই প্রশ্নের উত্তর জানতে টিভি সেটের সামনে বসে যাবেন বিশ্বজুড়ে।

 

সর্বশেষ খবর