শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জকোভিচ-আলকারাজ শিরোপার লড়াই

জকোভিচ-আলকারাজ শিরোপার লড়াই

উইম্বলডনে পুরুষ এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারাজ। গত বছরও ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুজন। সেবার স্প্যানিশ তরুণ আলকারাজের কাছে হেরে যান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ২০১৮ সাল থেকে টানা উইম্বলডনের ফাইনাল খেলছেন জকোভিচ। গত পাঁচ ফাইনালে চারবারই জয় পেয়েছেন তিনি। গতবার হেরেছেন আলকারাজের কাছে। এবার কি প্রতিশোধ নিতে পারবেন জকোভিচ! কেবল প্রতিশোধই নয়, ইতিহাস গড়ার হাতছানিও আছে তার সামনে। উইম্বলডনে সবচেয়ে বেশি ট্রফি জয় করেছেন সুইস তারকা রজার ফেদেরার। তিনি আটবার চ্যাম্পিয়ন হয়েছেন এখানে। সাতবার করে চ্যাম্পিয়ন হয়েছেন পিট সাম্প্রাস ও নোভাক জকোভিচ।

আজ ফেদেরারকে স্পর্শ করার সুযোগ সার্বিয়ান তারকার সামনে। এ ছাড়াও নারী ও পুরুষ এককের ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের রেকর্ড গড়তে পারেন জকোভিচ। মার্গারেট কোর্ট নারী এককে এবং জকোভিচ পুরুষ এককে ২৪টি করে ট্রফি জয় করেছেন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। আজ চ্যাম্পিয়ন হলে জকোভিচ ছাড়িয়ে যাবেন মার্গারেটকেও। অন্যদিকে কার্লোস আলকারাজের সামনে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে।

সর্বশেষ খবর