সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

ক্রীড়া প্রতিবেদক

কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

গতকাল সকালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডা মুখোমুখি হয় উরুগুয়ের। সমানতালে লড়েও চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে। লুইস সুয়ারেজের উরুগুয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে তৃতীয় হয়েছে। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। উরুগুয়ের তৃতীয় হওয়ার নায়ক দলের সবচেয়ে বড় তারকা সুয়ারেজ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ৮ মিনিটে এগিয়েও যায় দলটি। উরুগুয়েকে ১-০ গোলে এগিয়ে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও হতাশ হয়নি প্রথমবার খেলতে আসা কানাডা। উল্টো চড়াও হয়ে খেলতে থাকে। ২২ মিনিটে কানাডাকে ১-১ গোলে সমতায় ফেরান ইসমাইল কোন। সমতায় থেকে প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মড়িয়া হয়ে খেলতে থাকে ১৫ বারের কোপা চ্যাম্পিয়নরা। ম্যাচের বিপরীতে ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কানাডা। আসরের নবাগত দলটির পক্ষে স্বপ্ন দেখানো গোল করেন জোনাথন ডেভিড। পিছিয়ে চাপে পড়ে যায় সুয়ারেজ বাহিনী। ম্যাচে নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা সময়ে ২-২ করেন সুয়ারেজ নিজে। হাফ ছেড়ে বাঁচে উরুগুয়ে। খেলা গড়ায় টাইব্রেকারে।

 কোপার নিয়ম, নির্ধারিত ৯০ মিনিটের পর কোনো অতিরিক্ত ৩০ মিনিটি খেলা হয় না। টাইব্রেকারে উরুগুয়ের পক্ষে গোল চারটি করেন- ফেদে ভালভের্দে, রদ্রিগো বেন্তাঙ্কুর, জর্জিয়ান দে আরাকায়েস্তা ও লুইস সুয়ারেজ। পঞ্চম শটের প্রয়োজন হয়নি। কানাডার পক্ষে ইসমাইল মিস করেন। পরের তিন গোল করলেও শেষ শটে ফের মিস করেন আলফুঁস ডেভিস। উরুগুয়ে জিতে যায় ৪-৩ গোলে। এর আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েছিল উরুগুয়ে।

সর্বশেষ খবর