শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইউরো চ্যাম্পিয়ন স্পেন

ক্রীড়া প্রতিবেদক

ইউরো চ্যাম্পিয়ন স্পেন

আক্রমণ, প্রতি আক্রমণ। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শক সারিতে তুমুল উত্তেজনা। বিশ্বজুড়ে টিভি সেটের সামনে বসা দর্শকদের মধ্যেও উন্মাদনার কমতি ছিল না। উয়েফা ইউরো কাপে উত্তেজনায় ঠাসা ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্পেন। চতুর্থবারের মতো ইউরো কাপ জয় করল তারা। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলেও শিরোপাবঞ্চিত ইংল্যান্ড।

গতকাল ম্যাচের প্রথমার্ধে স্পেনের একক আধিপত্য দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও বজায় ছিল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মাত্র ২ মিনিটেই গোল করে স্পেন। নিকো উইলিয়ামস ইয়ামালের ক্রসে বল পেয়ে ডি বক্সের বাম দিকে প্রবেশ করে মাটি গড়ানো শটে বল জালে জড়ান। এগিয়ে যায় স্পেন। এরপর আরও জোরালো আক্রমণ করে তারা। তবে প্রথমার্ধের তুলনায় অনেক বেশি গোছানো ফুটবল খেলতে শুরু করে ইংল্যান্ড। বেলিংহ্যাম, ফিল ফোডেন, বুকায়ো সাকারা স্পেনের ডিফেন্স লাইনে ফাটল ধরান। ম্যাচের ৭০ মিনিটে মাইনুর পরিবর্তে মাঠে নামেন চেলসি তারকা কোল পালমার। মাত্র ৩ মিনিটের মধ্যেই তিনি ইংল্যান্ডকে সমতায় ফেরান। বেলিংহ্যামের ব্যাক পাসে বল পেয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন পালমার। সমতায় ফেরার পর ইংল্যান্ডের ডিফেন্স লাইন ভেদ করে আক্রমণে যায় স্পেন। ম্যাচের ৮৬ মিনিটে কাক্সিক্ষত গোল পেয়ে যায় তারা। ৬৮ মিনিটে অধিনায়ক আলভারো মোরাতার বদলি হিসেবে মাঠে নামেন মাইকেল ওয়ারজাবাল। ৮৬ মিনিটে কুকুরেয়ার পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে গোল করেন মাইকেল। এরপর কর্নার থেকে ইংল্যান্ডের দুটি হেড গোললাইন সেভ করে স্পেন। প্রথমবার গোলরক্ষক সাইমন দ্বিতীয়বার দানি ওলমো গোললাইন সেভ করে স্পেনকে বাঁচান। সাত বছর আগে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে খেলা বেশ কয়েকজন গতকাল ইউরো কাপের ফাইনালেও ছিলেন। ফিল ফোডেন, মার্ক গুয়েহি, ফেরান তোরেসরা সাত বছর পর আরও একটা ফাইনাল খেললেন। সেই ফাইনালে পরাজয়ের মোক্ষম প্রতিশোধই নিল স্পেনীয়রা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর