শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডি মারিয়ার বর্ণিল বিদায়

আসিফ ইকবাল

ডি মারিয়ার বর্ণিল বিদায়

‘আমরা জিতব, এটা আগেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। ফাইনালের আগে আমি দলের সবাইকে কথাটি বলেছিলাম। চ্যাম্পিয়ন হয়ে খুব আনন্দ হচ্ছে।’ কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে কথাগুলো বলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডি মারিয়া। বিদায় বেলাকে সিনেমার মতো স্বপ্নের করে রাখেন ১-০ গোলে জয়ে। চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার জার্সি, বুট তুলে রাখেন বীরের বেশে। ফুটবল ক্যারিয়ারে এর চেয়ে রঙিন বিদায় আর কী হতে পারে? 

সতীর্থ বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। যার মুকুটে পালক হয়ে শোভাবর্ধন করছে না বিশ্বের এমন কোনো ট্রফি। জাতীয় দল ও ক্লাবগুলোর হয়ে ট্রফি জিতেছেন ৪৫টি। বিশ্বের মেজর টুর্নামেন্ট জিতেছেন চারটি। আর্জেন্টাইন অধিনায়কের সতীর্থ হয়ে ডি মারিয়াও জিতেছেন চারটি মেজর ট্রফি। ২০২১ সালের পর ২০২৪ সালে জিতেছেন কোপা আমেরিকা। মাঝে ২০২২ সালে জিতেছেন বিশ্বকাপ। এ ছাড়া ইউরো ও কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াই মাসিলিসিমিয়াও জিতেছেন বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার। অবশ্য ২০১৫ ও ২০১৬ সালের কোপার ফাইনালও খেলেছিলেন ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের পুরোটা সময় খেলেননি মেসি। ৬৩ মিনিটে তার ‘ম্যাজিক ফুট’ বাঁ পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন আটবারের বিশ্বসেরা ফুটবলার। তার অনুপস্থিতিতে ম্যাচের বাকিটা সময় দলনায়কের আর্মব্যান্ডটা পরেছিলেন ডি মারিয়া। তার নেতৃত্বেই আলবেসিলেস্তরা বাকিটা সময় খেলেন। বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার ৩৬ বছর বয়সি ডি মারিয়া আগেই জানিয়েছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। দলের বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি অনুরোধ করেছিলেন, যেন অবসরে না যান ডি মারিয়া। কিন্তু কোচের অনুরোধ উপেক্ষা করে অবসরকেই বেছে নেন। আর্জেন্টিনার হয়ে ২০০৮ থেকে ২০২৪; ১৬ বছরে ১৪৫ ম্যাচে গোল করেছেন ৩৫টি। এবার কোপায় সব ম্যাচ খেলেননি তিনি। কিন্তু যতটুকু খেলেছেন, দাপটের সঙ্গেই খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কঠোর পরিশ্রম করে খেলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বেনফিকা, প্যারিস সেন্ট জার্মেইন, জুভেন্টাসের মতো বড় বড় দলগুলোতে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করার কথা বলেন ডি মারিয়া। তিনি বলেন, ‘দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এত ট্রফি জেতা সহজ নয়। আগে তো উল্টো দিকে থাকতাম। এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। ওরা আমাদের আনন্দ করার এত সুযোগ করে দিয়েছে। আগের প্রজন্মও ট্রফির যোগ্য ছিল। ওদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভালো লাগত।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর