মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গোল্ডেন বল রদ্রিগেজের

ক্রীড়া ডেস্ক

গোল্ডেন বল রদ্রিগেজের

যে টুর্নামেন্টে ফুটবলের রাজা লিওনেল মেসি খেলবেন। সেখানে অন্য কেউ সেরা হবেন তা কি মানায়। বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর শুধু শিরোপা জেতেনি। সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন তিনি। দুই বছর পর মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকায় পুনরায় চ্যাম্পিয়ন হলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে রানার্সআপ কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজের হাতে। এত বড় টুর্নামেন্টে সেরাটা হওয়া গৌরবের। কিন্তু এই পুরস্কার পেয়ে কি কলম্বিয়ান অধিনায়ক খুশি? তিনি যে তৃপ্ত নন তার কথায়ই প্রমাণ মিলে। রদ্রিগেজ বলেন, ‘দেশ শিরোপা জিতলে পরিপূর্ণতা পাওয়া যেত। ফাইনালে ওঠার পর আশায় ছিলাম কোপার ট্রফি আমাদের ঘরে ফিরবে। তা আর হলো না। এ কষ্ট তো গোল্ডেন বল পেয়েও দূর হওয়ার মতো নয়। বড় আফসোসটা থেকেই গেল।’ ২০০১ সালে প্রথম ও শেষবারের মতো কোপা আমেরিকা জিতেছিল কলম্বিয়া। এবার আর্জেন্টিনার সঙ্গে তারাও অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। আর্জেন্টিনা ফেবারিট হলেও কলম্বিয়া যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল তাদেরও শিরোপা জেতার সামর্থ্য ছিল। বিশেষ করে রদ্রিগেজের পারফরম্যান্সে সবাই ছিল মুগ্ধ। কোপায় এতদূর আসার পেছনে তার অবদান স্বীকার করতেই হবে। ১ গোলের বিপরীতে ৬ অ্যাসিস্ট করেছেন রদ্রিগেজ। সেরা বাছাই করতে বিচারকদের তাই কষ্টও করতে হয়নি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর