মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফুয়েন্তের চোখ এবার বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক

ফুয়েন্তের চোখ এবার বিশ্বকাপে

২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল। এখনো প্রায় দুই বছর বাকি। সুতরাং কে চ্যাম্পিয়ন হবে বা কার শক্তি কেমন এ নিয়ে আলোচনা করাটা হবে হাস্যকর। তবে একটা ব্যাপারে নিশ্চিত থাকা যেতে পারে-স্পেনের কোচ হিসেবে লুইস দেলা ফুয়েন্তেকেই দেখা যাবে। সময় এখনো অনেক বাকি থাকলেও ইউরোকাপ জেতার পর স্পেন নিশ্চয় বিশ্বকাপে অন্য কাউকে দায়িত্ব দেবে না। এবার ইউরোপিয়ান কাপে ফুয়েন্তের প্রশিক্ষণে স্পেন যে খেলাটা খেলেছে, তাতে ২০০৮, ২০১২ ইউরোজয়ী এমনকি ২০১০ বিশ্বকাপ জয়ী দলকে পেছনে ফেলেছে বললে ভুল হবে না। ক্রোয়েশিয়াকে উড়িয়ে এবার স্পেনের যাত্রা হয়েছিল। গ্রুপ পর্বে দলের খেলোয়াড়রা যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তাতে মনে হচ্ছিল শিরোপা জিততেই তারা জার্মানিতে উড়ে এসেছেন।

ফুয়েন্তের কি অসাধারণ কোচিং! চার বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ইউরো জয় করেছে স্পেন। গ্রুপ পর্বে ইতালি, কোয়ার্টারে জার্মানি, সেমিফাইনালে ফ্রান্স ও ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লুইসের যোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠবে?

কোপা আমেরিকায় আর্জেন্টিনাও শিরোপা জিতেছে। কিন্তু ইউরো জেতায় ধারাভাষ্যকাররাও বলেছেন, এ দল ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনের বিশ্বকাপেও শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে।

কোচ ফুয়েন্তে বলেন, ‘ছেলেদের প্রশংসা করতেই হয়। ওরা দুর্দান্ত খেলে দেশকে শিরোপা উপহার দিয়েছে। তবে এখানেই থেমে থাকবে না স্পেন। চোখ এখন বিশ্বকাপে। আমরা হারানো গৌরব উদ্ধার করতে এখন থেকেই পরিকল্পনা আঁকব।’

সর্বশেষ খবর