বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এমবাপ্পেকে বরণ কওে নিল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

এমবাপ্পেকে বরণ কওে নিল রিয়াল মাদ্রিদ

স্বপ্নটা দুই পক্ষেরই ছিল। কিলিয়ান এমবাপ্পে বিশ্বজয়ী দেশ ফ্রান্সের হয়ে মাঠ কাঁপিয়েছেন। তারপরও ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে খেলা। এর পেছনে বড় কারণ ছিল তার স্বপ্নের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালের জার্সি পরে মাঠে নামা। রিয়াল মাদ্রিদে অনেক বিখ্যাত ফুটবলার খেলে গেছেন। কিন্তু ২০১৮ সালে বিশ্বকাপ জেতার পর থেকে সমর্থকরা স্বপ্ন দেখছিলেন এমবাপ্পেকে ঘিরে। অবশেষে দুই স্বপ্ন পূরণ হয়ে গেল। রিয়ালের জার্সিতে এমবাপ্পের অভিষেক না হলেও গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে ৭৫ হাজারেরও বেশি সমর্থকের উপস্থিতিতে এমবাপ্পেকে বরণ করে নিন রিয়াল টিম ম্যানেজমেন্ট। এক যুগ আগে জিনেদিন জিদনের ডাকে ট্রেনিং করতে এসেছিলেন রিয়াল ক্লাব আঙিনায়। সেই ক্লাবেই যোগ দিলেন সে দিনের সেই এমবাপ্পে।

মঞ্চে দাঁড়িয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ যখন এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় বলে পরিচয় করিয়ে দিলেন তখন বার্নাব্যু যেন উল্লাসের সমুদ্রে পরিণত হয়েছিল। সেই ২০১৭ সাল থেকে এমবাপ্পের পিছু ছুটছিলেন রিয়াল কর্মকর্তারা। ২০২২ সালে যখন তার পিএসজি ছাড়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর হস্তক্ষেপে পিএসজিতে থেকে যেতে রাজি হন এমবাপ্পে। শেষ গত জুনে ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়া এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে রিয়াল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার। ৯ নম্বর জার্সিতে সেটাও হয়ে গেল। এখন শুধু অপেক্ষা মাঠে নামা। পরিচয় পর্বে এমবাপ্পেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। ইউরো কাপে স্পেনের কাছে সেমিফাইনালে বিদায় নেয় এমবাপ্পের ফ্রান্স। সেই স্পেনেই তিনি ঘোষণা দিলেন ‘আমি সেরাটা দিতেই এসেছি। স্পেনের বিখ্যাত ক্লাবে যোগ দিয়ে আমি ধন্য।’

সর্বশেষ খবর