বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেসি ছাড়া দেশে ফিরেছেন কোপা জয়ীরা

ক্রীড়া ডেস্ক

মেসি ছাড়া দেশে ফিরেছেন কোপা জয়ীরা

কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের বিরল রেকর্ড গড়লেন লিওনেল মেসি, ডি মারিয়ারা। শিরোপার ট্রফি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা। তবে কোপা জয়ী দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক মেসি ও গোলরক্ষক এমিনিয়ানো মার্টিনেজসহ আরও কয়েকজন। ক্যারিয়ারে বিদায়ী ম্যাচ খেলা ডি মারিয়ার নেতৃত্বে দেশে পা রাখেন আর্জেন্টিনার ফুটবলাররা। সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া।

সোমবার আর্জেন্টিনার সময় রাত ১০টায় বুয়েন্স আইরেস অ্যাজেইজাহ বিমানবন্দরে এসে পৌঁছালে ভক্ত-সমর্থকরা কোপা জয়ীদের বরণ করে নেন। পরে লিওনেল আন্ডেস স্টেডিয়ামেও সমর্থকদের সঙ্গে উৎসবে মাতেন খেলোয়াড়রা। বিশ্বখ্যাত ফুটবলার মেসি মায়ামিতে নিজ বাসায় আছেন। ঘরে থেকেই তিনি বলেছেন, ফাইনালে ইনজুরির শিকার হলেও এখন তিনি সুস্থ। মার্টিনেজ, তাগ ফিয়া ফিকো, জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্ডি এবং জেরোনিমো রুল্লি যুক্তরাষ্ট্রে থেকে গেছেন। এখান থেকে কয়েকজন প্যারিস অলিম্পিকে যাবেন। মেসি না আসায় উৎসাহ-উদ্দীপনা কিছুটা কম ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম উল্লেখ করেছে মেসির বিজয়ী দলের সঙ্গে দেশে আসা উচিত ছিল।

সর্বশেষ খবর