বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কলম্বিয়ার ফুটবল প্রধান গ্রেপ্তারের পর মুক্ত

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা কাপের ফাইনালের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। তারপরও হামেস রদ্রিগেজের কলম্বিয়া ২০০১ সালের পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় কলম্বিয়ার। ফাইনালে হারের ধাক্কা সামলে নিতে পারেনি কলম্বিয়া। তার আগে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান র‌্যামোন জেসুরন ও তার ছেলে গ্রেপ্তার হয়েছেন। জানা গেছে, ম্যাচ শুরুর আগে বিনা টিকিটে খেলা দেখার জন্য স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন কলম্বিয়ার দর্শক। এ ছাড়া দর্শক হাঙ্গামা হয়। সেখানে উসকানির জন্য গ্রেপ্তার করা হয় কলম্বিয়ার ফুটবল প্রধানকে। যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ম্যাচ শুরুর আগে দর্শক হাঙ্গামায় জড়িত থাকায় ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ খবর