শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই মেসিরা

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই মেসিরা

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ট্রফি জয় করল আর্জেন্টিনা। কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জিতে এক বিরল রেকর্ড গড়েছেন লিওনেল মেসিরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার এ সাফল্যের ছাপ পড়েছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আরও মজবুত আসন গেড়েছে আলবেসিলেস্তরা। ব্যবধান বাড়িয়েছে দুই নম্বরে থাকা ফ্রান্সের সঙ্গে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছে ইউরো কাপজয়ী স্পেন। ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ডও এগিয়েছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা বেলজিয়াম, ব্রাজিল, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও ইতালি পিছিয়েছে।

গতকাল নতুন র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নতুন র‌্যাঙ্কিংয়ে প্রায় ২৭ পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১ হাজার ৮৮৭.০৮। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স ধরে রেখেছে দ্বিতীয় স্থান। ১ হাজার ৮৪৭.৪২ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে। দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া স্পেন এগিয়েছে পাঁচ ধাপ। ১ হাজার ৮২০.৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে তিনে। ইউরোয় রেকর্ড চতুর্থ শিরোপা জেতা দেশটির পয়েন্ট বেড়েছে ৯০.৪৭। ১ হাজার ৮০৩. ০৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। দুই ধাপ করে পিছিয়ে পরের দুটি স্থানে আছে বেলজিয়াম (১৭৯৮.৪০) ও ব্রাজিল (১৭৮৫.৫২)। সপ্তম স্থান ধরে রেখেছে ইউরোর সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস (১৭৪৭.৯৫)। দুই ধাপ পিছিয়ে আটে নেমেছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল (১৭৩১.৯৫)। তিন ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া (১৭২৬.৫৫)। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া (১৭১৭.৭০)। শীর্ষ দশের বাইরে চলে গেছে ইতালি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে দ্বাদশ স্থানে। তিন ধাপ এগিয়ে একাদশ স্থানে উঠে এসেছে উরুগুয়ে।

র‌্যাঙ্কিংয়ে সামুয়া ১১ ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৪ নম্বরে থাকা জামালদের পয়েন্ট ৮৯৬.৬৭।

 

সর্বশেষ খবর