শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কা সফরে ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরে ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৭ বছর পর ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন দলটি। বিশ্বসেরা হয়ে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। তার অবসরের পর টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করে ভারত। ৫ ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন শুভমান গিল। এবার ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা যাচ্ছে। রোহিতের জায়গায় এবার দলকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়স্ক হার্ডহিটিং ব্যাটার সূর্যকুমার যাদব। সিরিজ শুরু হবে ২৭ জুলাই পাল্লেকেলেতে। সফরে সূর্যকুমারের সহকারী হিসেবে কাজ করবেন গিল। ওয়ানডে সিরিজেও সহঅধিনায়ক গিল, অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সঙ্গে টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন বিরাট কোহলিও। তবে ৫০ ওভারের ম্যাচে ফিরেছেন কোহলি।  সফর ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম মিশন।

টি-২০ স্কোয়াড : সূর্যকুমার যাদব, শুভমান গিল, ইয়াশাভি জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋশাভ পান্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভাম দুভে, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নয়, আর্শদ্বীপ সিং, খালিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ।      

ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋশাভ পান্থ, শ্রেয়াস আইয়ার, শিভাম দুভে, কুলদ্বীপ যাদব, রিয়ান পরাগ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আর্শদ্বীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ ও হারশিত রানা।

সর্বশেষ খবর