শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের প্যারিস অলিম্পিক যাত্রা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের প্যারিস অলিম্পিক যাত্রা

আগামী ২৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের। অবশ্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ জুলাই। এবারের গেমসে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ অংশ নেবেন। সাঁতারে সোনিয়া ও রাফি, শুটিংয়ে রবিউল, অ্যাথলেটিকসে ইমরানুর রহমান এবং আর্চারিতে সাগর ইসলাম। সাগর মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন। গতকাল রাতেই আর্চার সাগরকে নিয়ে প্যারিস যাত্রা করেছেন কোচ মার্টিন ফ্রেডরিক ও সহকারী হাসান। শুটার রবিউল ও কোচ রেজাও অলিম্পিক যাত্রা করেছেন। প্যারিস অলিম্পিকে দীর্ঘদিন ধরেই অংশগ্রহণ করছে বাংলাদেশ। তবে অর্জনের খাতা এখনো শূন্যই রয়ে গেছে। বরাবরই কর্তা ব্যক্তিরা বলেন, বৈশ্বিক আসরে অংশগ্রহণই বড় কথা। বিশ্বসেরা এ ক্রীড়াযজ্ঞে সারা পৃথিবী থেকে ক্রীড়াবিদরা জড়ো হন। গতবার করোনার কারণে টোকিও অলিম্পিক খুব একটা জমতে পারেনি। এবার নিশ্চয়ই আগের জৌলুস দেখা যাবে অলিম্পিকে!

 

 

সর্বশেষ খবর