রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিপর্যয় সামলে নিগারদের লড়াকু স্কোর

ক্রীড়া প্রতিবেদক

নারী টি-২০ এশিয়া কাপের সেমিফাইনালের টার্গেটে শ্রীলঙ্কা গেছেন নিগার সুলতানারা। ২০ ওভারের এশিয়া কাপ মাঠে গড়িয়েছে। বাংলাদেশ মাঠে নেমেছে গতকাল। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলার রাংগিলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করেছে নিগার বাহিনী। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও পরে সামলে নেয়। অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। যদিও ৬ ওভারের পাওয়ার প্লেতে ১৮ রান তুলতে হারিয়েছিল ৪ উইকেট। নিগার ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫৯ বলে। তিনি বাউন্ডারি মারেন ৪টি। অলরাউন্ডার স্বর্ণা ১৪ বলে ৪ চারে ২৫ রানের ইনিংস খেলেন। এক ওভারে টানা তিনটি বাউন্ডারি মারেন স্বর্ণা। রাবেয়া খাতুন করেন ১০ রান।

 দিনের প্রথম ম্যাচে গ্রুপ-‘বি’র ম্যাচে থাইল্যান্ড ২২ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। উদ্বোধনী দিনে গ্রুপ ‘এ’-এর ম্যাচে নেপাল ৬ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে এবং ভারত ৭ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টুর্নামেন্টে আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে মোট চার দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ২৮ জুলাই। এশিয়া কাপ এবার ২০ ওভারের হচ্ছে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে। আগামী অক্টোবরে বাংলাদেশে ২০ ওভারের নারী বিশ্বকাপ।

ডাম্বুলায় প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রান করে থাইল্যান্ড। দলটির পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪০ রান করেন নান্নাপাত কনছারোয়েনকাই। পান্নিতা মায়া ২৮ বলে ২৯, নাওয়া বুচ্চাথাম ১৭ বলে ১৮, সুয়ামানখিয়াওতো অপরাজিত ১৪ রানের ইনিংস খেলেন। মালয়েশিয়ার পক্ষে মাহিরাহ ইজ্জাতি ইসমাইল ৪ ওভারে ১৬ রানের খরচে ৩ উইকেট, সুবিক মানিয়াবানান ১৪ রানে ১ উইকেট, আয়শা এলিশা ২১ রানে ১ উইকেট, দুরাসিংহে ২৮ রানের খরচে নেন ১ উইকেট। ১৩৪ রানের টার্গেটে মালয়েশিয়ার দুই ওপেনার ওয়ানজুলিয়া ও উইনিরেড দুরাসিংহে ৪৯ রানের জটি গড়েন। কিন্তু থাই স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরের ব্যাটাররা রান করতে ব্যর্থ হন। ওয়ানজুলিয়া ৫২ রান করেন ৫৩ বলে। দুরাসিংহে ২৮ বলে ২২ রান করেন। আনিচা কানচুম্পি ২০ রানে ২ উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর

থাইল্যান্ড নারী দল

১৩৩/৬, ২০ ওভার (নান্নাপাত কনছারোয়েনকাই ৪০, পান্নিতা মায়া ২৮ বলে ২৯, নাওয়া বুচ্চাথাম ১৭ বলে ১৮, সুয়ামানখিয়াওতো ১৪*। মাহিরাহ ইজ্জাতি ইসমাইল ৩/১৬, সুবিক মানিয়াবানান ১/১৪, আয়শা এলিশা ১/২১, দুরাসিংহে ১/২৮)।

মালয়েশিয়া নারী দল

১১১/৮, ২০ ওভার (ওয়ানজুলিয়া ৫২, দুরাসিংহে ২৮। আনিচা কানচুম্পিু ২/২০)।

ফল : থাইল্যান্ড ২২ রানে জয়ী

 

সর্বশেষ খবর